বার্সাতেই থাকতে চান মেসি

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে গুঞ্জন চলছেই। ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি দল আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে নিতে আগ্রহী বলে সংবাদমাধ্যমে খবরও আসছে। তবে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, বার্সেলোনা যতদিন চাইবে ততদিন কাম্প নউয়েই থাকবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 01:35 PM
Updated : 18 Jan 2017, 01:35 PM

আগামী মৌসুম শেষ হলেই মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হবে। গত সপ্তাহে বার্সেলোনা ক্লাবের সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছিলেন, মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি ব্যর্থ হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি শঙ্কিত নন। তবে স্পেনের কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন চুক্তির ব্যাপারে কাতালান ক্লাবটি ও নিজের প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক আলোচনার অভাবে হতাশ হয়ে ওঠছেন ২৯ বছর বয়সী মেসি। 

এই ধরনের গুঞ্জনে মেসিকে চলতি মৌসুম শেষে বিক্রি করে দেয়া হতে পারে বলে গুজব তৈরি হচ্ছে। তবে মেসি সরাসরিই জানালেন ক্লাব ছাড়তে না চাওয়ার কথা।

ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার চিন্তা আছে কি-না, এমন এক প্রশ্নের জবাবে কোচ ম্যাগাজিনকে মেসি বলেন, “আমি সবসময় বলেছি যে, বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে এবং তারা যত দিন চাইবে ততদিনই আমি এখানে আছি।”