দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ, নাদাল ও সেরেনা

সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 05:03 PM
Updated : 17 Jan 2017, 05:03 PM

দ্বিতীয় রাউন্ডে উঠতে বেগ পেতে হয়নি স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকেও।

মেয়েদের এককে অনায়াস জয় পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।

সোমবার মেলবোর্নে প্রথম রাউন্ডের স্পেনের ফেরনান্দো ভেরদাস্কোকে দ্বিতীয় বাছাই সার্বিয়ার জোকোভিচ ৬-১, ৭-৬ ও ৬-২ গেমে হারান।

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিতে হয়েছিল চোটাক্রান্ত রাফায়েল নাদালকে। এবার জার্মানির ফ্লোরিয়ান মায়ারকে ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে হারান নবম বাছাই এই তারকা।

তৃতীয় বাছাই কানাডার মিলোস রাওনিচ জার্মানির ডুস্টিন ব্রাউনকে ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে হারান।

নারীদের এককে ১৯ বছর বয়সী সুইস বেলিন্দা বেনচিচকে ৭৯ মিনিটের লড়াইয়ে ৬-৪ ও ৬-৩ গেমে হারান দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামস।

অস্ট্রেলিয়ান ওপেন জিতলেই নারীদের এককে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন সেরেনা। টেনিসের উন্মুক্ত যুগে ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে এরই মধ্যে তিনি নাম লেখিয়েছেন কিংবদন্তি স্টেফি গ্রাফের পাশে। 

যদিও রেকর্ড ব্যাপারটি খুব গুরুত্বের সঙ্গে দেখছেন না ৩৫ বছর বয়সী সেরেনা।

“প্রত্যেক ম্যাচই আমি মজার জন্য খেলছি। বিশ্ব ভ্রমণ করতে পারছি এবং যেটা আমি সবচেয়ে বেশি পারি, সেটা করছি-টেনিস খেলছি।”

সহজ জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন গত বছর ইউএস ওপেনের সেমি-ফাইনালে সেরেনাকে হারিয়ে দেয়া চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা।