সেভিয়াকে শিরোপা লড়াইয়ে দেখছেন জিদান

ছন্দে থাকা রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার লড়াই আরও জমিয়ে তুলেছে সেভিয়া। ম্যাচের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ানো দলটিকে শিরোপা লড়াইয়ে দেখছেন জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2017, 01:24 PM
Updated : 16 Jan 2017, 01:48 PM

এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট ৩৮।

মৌসুমের শুরু থেকে দারুণভাবে এগিয়ে চলা সেভিয়াকে শিরোপা লড়াইয়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন জিদান। দলটি সবশেষ ১৯৪৫-৪৬ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদান বলেন, “সেভিয়া সবসময়ই এটা দেখিয়েছে, এবং আজ আবারও দেখাল। এটা ছিল প্রথম বনাম দ্বিতীয়র লড়াই। দুই দলের  দারুণ একটি লড়াই দেখলাম আমরা।”

 “নিশ্চিতভাবে সেভিয়া শিরোপার জন্য লড়বে। তারা অনেক ভাল ফুটবল খেলে। তারা লড়াই করে এবং যা করে তা নিয়ে খুব একাগ্র থাকে।”

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর রোববার রাতে সেভিয়ার মাঠে ২-১ গোলে হারে রিয়াল।