লিভারপুলের বিপক্ষে ইব্রার গোলে রক্ষা ইউনাইটেডের

দারুণ ছন্দে ছুটে চলা ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে হারতে বসেছিল। তবে ম্যাচের শেষ দিকে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে স্বস্তির ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 06:23 PM
Updated : 15 Jan 2017, 07:09 PM

রোববার বড় দুই দলের মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে জেমস মিলনারের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল।

লিগে টানা ছয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জেতার পর পয়েন্ট হারালো রেড ডেভিলরা।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। নিজেদের ডি বক্সে ফরাসি তারকা পল পগবার হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। তা থেকেই দলকে এগিয়ে দেন মিলনার।

ওই এক গোলে পিছিয়ে থেকে অনেকটা সময় পেরিয়ে গেলে হারের শঙ্কা জাগে ইউনাইটেড শিবিরে। তবে ৮৪তম মিনিটে ইব্রাহিমোভিচের গোলে হার এড়ায় তারা। বাঁ-দিক থেকে ওয়েইন রুনির ক্রসে মারোয়ানি ফেলাইনির হেড গোললাইন থেকে প্রতিহত হওয়ার পর সতীর্থের পা ঘুরে আসা ফিরতি বলে নীচু হয়ে হেডে জালে পাঠান সুইডিশ তারকা।

এই নিয়ে লিগে শেষ ১১ ম্যাচে ১০ গোল করলেন এই মৌসুমেই পিএসজি থেকে আসা ইব্রাহিমোভিচ। এবারের আসরে তার মোট গোল হলো ১৪টি।

তার সঙ্গে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন আর্সেনালের আলেক্সিস সানচেস ও চেলসির দিয়েগো কস্তা।

এই ড্রয়ের পর ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৫২।

চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৪।

২ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার সিটি। দিনের অন্য ম্যাচে পেপ গুয়ার্দিওলার সিটিকে ৪-০ গোলে হারায় এভারটন।

ষষ্ঠ স্থানে থাকা মরিনিয়োর ইউনাইটেডের পয়েন্ট ৪০। ৩৩ পয়েন্ট নিয়ে এভারটন সপ্তম।