গুয়ার্দিওলার সিটিকে উড়িয়ে দিল এভারটন

প্রিমিয়ার লিগে আবারও হেরেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে পেপ গুয়ার্দিওলার দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এভারটন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 03:34 PM
Updated : 15 Jan 2017, 03:49 PM

স্থানীয় সময় শনিবার দুপুরের এই ম্যাচে রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা দলটি। পরে দ্বিতীয়ার্ধে কেভিন মিরালেস ও টম ডেভিসের গোলের পর যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন অ্যাডেমোলা লুকম্যান।

এই নিয়ে লিগের শেষ তিন রাউন্ডে দ্বিতীয়বার হারল সিটি। গত বছরের শেষ দিনে লিভারপুলের মাঠে হারের দুদিন পর বার্নলির বিপক্ষে জিতেছিল গুয়ার্দিওলার দল।

গুডিসন পার্কে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠের কাছ থেকে মিডফিল্ডার ডেভিসের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে মিরালেস বাড়ান স্বদেশি লুকাকুকে। বিনা বাধায় জেরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

৪৭তম মিনিটে ডি-বক্সের বাইরে জন স্টোনস বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান রস বার্কলি। তার ছোট পাস ধরে ভিতরে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের মিডফিল্ডার মিরালেস।

আর ৭৯তম মিনিটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে ইংলিশ মিডফিল্ডার ডেভিসের গোলে সিটির হার নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ে দলের বদলি নামা ইংলিশ ফরোয়ার্ড লুকম্যানের গোল বড় জয় নিশ্চিত হয় এভারটনের। 

২১ ম্যাচে এভারটনের পয়েন্ট ৩৩। সিটির পয়েন্ট ৪২। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৫২।