শেষ আটে বার্সার প্রতিপক্ষ সেই সোসিয়েদাদ

সান সেবাস্তিয়ানে গিয়ে প্রায় এক দশকে জিততে না পারার হতাশা কাটানোর আরেকটি সুযোগ পাচ্ছে বার্সেলোনা। কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে এই মাঠের স্বাগতিক দল রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2017, 01:28 PM
Updated : 13 Jan 2017, 03:35 PM

২০০৭ সালের পর থেকে সান সেবাস্তিয়ানে গিয়ে সোসিয়েদাদকে হারাতে পারেনি বার্সেলোনা। গত নভেম্বরে লা লিগায় এই মাঠ থেকে লিওনেল মেসির গোলে কষ্টে এক পয়েন্ট নিয়ে ফিরেছিল লুইস এনরিকের দল।

শেষ আটে দুই লেগের লড়াইয়ের প্রথম পর্ব হবে সোসিয়াদের মাঠে, ফিরতি লেগ কাম্প নউয়ে।

ট্রেবল জয়ের পথে ছুটতে থাকা রিয়াল মাদ্রিদ এরই মধ্যে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠার পথে জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ সেল্তা ভিগো।

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের পর ফিরতি পর্বে প্রতিপক্ষের মাঠে খেলবে রিয়াল।  

রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ অবশ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে; দিয়েগো সিমেওনের দল খেলবে এইবারের সঙ্গে।

আট দলের মধ্যে শীর্ষ পর্যায়ের বাইরের একমাত্র ক্লাব আলকোরকোন সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আলাভেসের।