ইউভেন্তুসেই সুখী আর্জেন্টিনার দিবালা

সংবাদমাধ্যমের খবর, ইউভেন্তুস তারকা পাওলো দিবালার প্রতি আগ্রহী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে ইতালিয়ান ক্লাবটিতেই থেকে যেতে চান আর্জেন্টিনার এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 11:51 AM
Updated : 12 Jan 2017, 12:33 PM

দিবালা নিজেই জানালেন, ইউভেন্তুসে ভালো আছেন তিনি। সেরি আ চ্যাম্পিয়নদের সঙ্গে শিগগির চুক্তিও বাড়াবেন।

২০১৫ সালের জুনে পালেরমো থেকে ইউভেন্তুসে আসার পর থেকে ধীরে ধীরে তুরিনের ক্লাবটিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন দিবালা।

গতবারের মতো এই মৌসুমেও সাফল্য পেতে মরিয়া দিবালা। বুধবার ইতালিয়ান কাপে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়ে ইউভেন্তুসের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করার ম্যাচে একটি গোলও করেন এই স্ট্রাইকার। 

ইউভেন্তুস এরই মধ্যে ২৩ বছর বয়সী দিবালাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে।

এ প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, “বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ?  না, কোনো প্রস্তাব পাইনি। চুক্তি নবায়ন নিয়েও আমার কোনো সমস্যা নেই।”  

 “আমি ইউভেন্তুসে ভাল আছি। (চুক্তি) নবায়নের জন্য আমার এজেন্ট কয়েক দিনের মধ্যে তুরিনে আসছে।”

"(রিয়ালের সাবেক কোচ) আররিগো সাক্কি আমাকে চুক্তি করাতে ফ্লোরেন্তিনো পেরেসকে বলেছিলেন? আমি কেবল ইউভেন্তুস নিয়েই ভাবছি।”