ট্রেবল নিয়ে এখনই ভাবছেন না জিদান

এই মৌসুমে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকা রিয়াল মাদ্রিদের দুর্দান্ত পথচলা দেখে সমর্থকরা আশা করতেই পারেন ‘ট্রেবল’ জয়ের। তবে কোচ জিনেদিন জিদান ওই ভাবনা মাথাতেই আনছেন না। কারণ হিসেবে জানিয়েছেন, মৌসুম শেষ হতে এখনো অনেক পথ বাকি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 04:01 PM
Updated : 11 Jan 2017, 04:01 PM

এক ম্যাচ কম খেলেও রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেভিয়া থেকে চার পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে।

কোপা দেল রের শিরোপা জয়ের লক্ষ্যেও এগিয়ে যাচ্ছে রোনালদো-বেল-বেনজেমারা। প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা।

জিদানের দল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনাও দেখাচ্ছে। ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটির শেষ ষোলোতে উঠে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালির সেরি আ এর দল নাপোলিকে।

বুধবার এক সংবাদ সম্মেলনে জিদান বলেন, “আমরা ট্রেবল নিয়ে চিন্তা করছি না। আমরা এখন কেবল একটি দিন ধরে ধরে চিন্তা করছি।"

“অবশ্যই, প্রত্যেকে ট্রেবল জিততে পছন্দ করে। কিন্তু এটা এখনও অনেক দূরে এবং এখনই আমরা এটা চিন্তা করতে পারি না।”

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সোয়া দুইটায় সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফিরতি লেগ খেলবে রিয়াল। ম্যাচে নাটকীয় কিছু না হলে প্রতিযোগিতাটির শেষ আটের টিকেট নিশ্চিত করবে জিদানের দল। একই প্রতিপক্ষের সঙ্গে রোববার লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল।