রোনালদোর জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি রিয়াল

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে টানতে চাইনিজ সুপার লিগের দলগুলো আগ্রহী বলে গুঞ্জন আছে। তবে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 10:58 AM
Updated : 11 Jan 2017, 10:58 AM

পর্তুগালের অধিনায়কের এজেন্ট জোর্জে মেন্দেস জানিয়েছিলেন, রোনালদো চাইনিজ সুপার লিগের সবচেয়ে বড় লক্ষ্য। পর্তুগিজ অধিনায়ককে কিনতে রিয়ালকে ৩০ কোটি ইউরো দিতে চায় চীনের শীর্ষ লিগের একটি দল। রোনালদোকে তারা বার্ষিক ১০ কোটি ইউরো বেতনেরও লোভ দেখিয়েছে। তবে সদ্য ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা এই ফুটবলার চীনে যেতে আগ্রহ দেখাননি।

পেরেসও ৩১ বছর বয়সী রোনালদোর ব্যাপারে দৃঢ়তার সঙ্গে জানালেন, “রিয়াল কোনো প্রস্তাব পায়নি।”

ওনদা সেরোকে রিয়াল মাদ্রিদের সভাপতি বলেন, “এটা হতেও পারে (কিছু একটা ঘটেছে), কেন না কয়েক বছর ধরে অনেকেই রোনালদোকে নিয়ে আগ্রহী। কিন্তু মাদ্রিদ এ ধরনের কোনো প্রস্তাব পায়নি।”

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২০ ম্যাচ খেলে ১৭ গোল করা রোনালদো মাদ্রিদের সঙ্গে ২০২১ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন।