বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠানে থাকছেন না মেসি

ফিফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠানে থাকছেন না লিওনেল মেসি। 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' নামক অনুষ্ঠানটিতে যাবেন না বার্সেলোনার অন্য খেলোয়াড়েরাও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2017, 02:48 PM
Updated : 9 Jan 2017, 02:52 PM

সোমবার জুরিখে স্থানীয় সময় সন্ধ্যায় হতে যাওয়া এই অনুষ্ঠানে ২০১৬ সালের বিশ্বসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে।

গত ছয় বছর ব্যালন ডি'অরের সঙ্গে একীভূত হয়ে ফিফা ব্যালন ডি'অর পুরস্কার দেয় ফিফা। চুক্তি শেষ হয়ে যাওয়ায় এবার 'দ্য বেস্ট' নামে বছরের সেরা খেলোয়াড়কে পুরস্কার দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এই পুরস্কারের দৌড়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও অঁতোয়ান গ্রিজমান। গত ডিসেম্বরে ব্যালন ডি'অর জেতা রিয়াল মাদ্রিদ তারকারই ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা বেশি।

মেসি ছাড়াও এই অনুষ্ঠানে থাকছেন না বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্দ পিকে ও লুইস সুয়ারেস। বুধবার কাম্প নউতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফিরতি লেগের প্রস্তুতি নেওয়ার জন্য তারা জুরিখে যাবে না বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায় ক্লাব কর্তৃপক্ষ।

মেসি-ইনিয়েস্তারা না গেলেও ফিফার এই অনুষ্ঠানে বার্সেলোনার প্রতিনিধি হিসেবে যাচ্ছেন ক্লাব সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ, যাবেন ক্লাবের পরিচালকরাও।