ওয়ার্ল্ড হকি লিগের প্রাথমিক দলে ৫ নতুন মুখ

আগামী মার্চের ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড সামনে রেখে ২৮ জনের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। দলে নতুন খেলোয়াড় পাঁচ জন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2017, 12:33 PM
Updated : 9 Jan 2017, 12:34 PM

গোলরক্ষক বিপ্লব, মাহবুব, সবুজ, শিশির ও রাকিন-অনুর্ধ্ব-১৮ দল থেকে এই পাঁচ জন প্রথমবারের মতো ডাক পেয়েছেন।

কোচ মাহবুবু হারুণের অধীনে আগামী মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে প্রাথমিক দলের অনুশীলন। এরপর ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে।

প্রাথমিক দল: জাহিদ হোসেন, অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ইমরান হাসান, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, কামরুজ্জামান, রাসেল মাহমুদ, মাইনুল ইসলাম, পুস্কর ক্ষিসা, আরশাদ হোসেন, মিলন হোসেন, কৃষ্ণ কুমার দাস, তাপস বর্মন, দ্বীন ইসলাম ইমন, হাসান যুবায়ের নিলয়, ফজলে হোসেন রাব্বি, মাহাবুব, সবুজ, শিশির, রাকিন।