হিগুয়াইনের জোড়া গোলে ইউভেন্তুসের রেকর্ড

দারুণ এক রেকর্ড গড়ে নতুন বছর শুরু করেছে ইউভেন্তুস। গনসালো হিগুয়াইনের জোড়া গোলে বোলোনিয়াকে হারিয়ে সেরি আয় ঘরের মাঠে টানা জয়ের অনন্য কীর্তি গড়েছে মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 11:29 PM
Updated : 8 Jan 2017, 11:34 PM

রোববার রাতে ইতালির শীর্ষ লিগে বোলোনিয়াকে ৩-০ গোলে হারায় টানা পাঁচবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। আর্জেন্টিনার আরেক ফরোয়ার্ড পাওলো দিবালা অন্য গোলটি করেন।

ম্যাচের সপ্তম মিনিটে দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন হিগুয়াইন। বিরতির খানিক আগে স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন ২৩ বছর বয়সী দিবালা।

আর ৫৪তম মিনিটে হেডে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন হিগুয়াইন। ইউভেন্তুসের জার্সিতে লিগে এটা তার দ্বাদশ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ষষ্ঠদশ গোল।

সেরি আয় ইউভেন্তুস স্টেডিয়ামে স্বাগতিকদের এটা টানা ২৬তম জয়। ৪৬২ দিন আগে এই বোলোনিয়াকে হারিয়েই রেকর্ড গড়ার পথে চলা শুরু হয়েছিল ইতালির সফলতম দলটির।

এই জয়ের পর ইউভেন্তুসের পয়েন্ট হলো ১৮ ম্যাচে ৪৫।

আরেক ম্যাচে জেনোয়াকে ১-০ গোলে হারানো রোমার পয়েন্ট ১৯ ম্যাচে ৪১। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হিগুয়াইনের সাবেক দল নাপোলি।