রেফারির সমালোচনায় পিকে

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার পরাজয়ের ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট জেরার্দ পিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2017, 01:15 PM
Updated : 6 Jan 2017, 01:57 PM

সান মামেসে বৃহস্পতিবার রাতে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা শেষ পর্যন্ত ২-১ গোলে হারে।

অতিথি দলের অভিজ্ঞ খেলোয়াড় পিকের মতে, রেফারি ফের্নান্দেস বোরবালান কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেন।

ম্যাচের এক মুহূর্তে নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনা; তবে রেফারির সাড়া মেলেনি। ভাগ্যবান বলতে হবে স্বাগতিক দলের আদুরিসকে, লাল কার্ড পেয়ে মাঠ ছাড়া হতে পারতেন তিনি।

রেফারির এমন সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষিপ্ত পিকে। বিলবাওয়ের মাঠে মোট দু’টি পেনাল্টি থেকে তার দল বঞ্চিত হয়েছে বলে মনে করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

মুনদো দেপোর্তোকে পিকে বলেন, “আমি মনে করি, এটা পরিষ্কার পেনাল্টি (নেইমারের ক্ষেত্রে) ছিল।”

 “আমার মতে, গোলরক্ষকের সঙ্গে আমার (ঘটনাটা) আরেকটি পেনাল্টি। কিন্তু আমরা জানি সিদ্ধান্তগুলো কিভাবে হয়।”

ম্যাচটিতে হারলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে কাম্প নউতে ফিরতি লেগে মাঠে নামবে বার্সেলোনা।

আগামী বুধবার নিজেদের মাঠে ফিরতি লেগে ১-০ গোলে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়নরা।