দিবালার বেতন বাড়াচ্ছে ইউভেন্তুস

ক্লাবের হয়ে ভালো খেলার পুরস্কার পেতে যাচ্ছেন পাওলো দিবালা। আর্জেন্টিনার এই তরুণ ফরোয়ার্ডের বেতন বাড়াতে যাচ্ছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2017, 01:18 PM
Updated : 4 Jan 2017, 01:18 PM

সেরি আর চ্যাম্পিয়ন ক্লাবটির প্রধান নির্বাহী জুজেপ্পে মারোত্তা জানিয়েছেন, গত ১৮ মাসের বেশি সময় ধরে ভালো পারফরমেন্সের জন্য দিবালার বেতন ও সুযোগ সুবিধা বাড়িয়ে নতুন চুক্তি করবে ইউভেন্তুস। 
 
আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার দিবালা ২০১৫ সালের জুনে পালেরমো থেকে ইউভেন্তুসে নাম লেখান। সেই থেকেই তোরিনোর ক্লাবটিতে নিজেকে অপরিহার্য হিসেবে গড়ে তুলেছেন তিনি।
 
সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তেুসে দিবালার বর্তমান চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। কিন্তু ক্লাবটির প্রধান নির্বাহী পরিষ্কার করেই জানালেন, এই ফরোয়ার্ডকে আরও বেশি সময়ের চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছেন তারা।
 
‍“পাওলো এবং তার প্রতিনিধিদের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে।”
 
“ইউভেন্তুসে যোগ দেয়ার সময় সে পাঁচ বছরের চুক্তি করেছিল। এখন আমরা এটাকে নবায়ন করার পর্যায়ে আছি। এখন পর্যন্ত ক্লাবের হয়ে এই খেলোয়াড় যা অর্জন করেছে, তারই স্বত:স্ফূর্ত প্রক্রিয়া এটা। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তাকে পুরস্কৃত করাটাই যৌক্তিক।”