মেসি-রোনালদোকে তো এত প্রশ্ন করা হয় না: গ্রিজমান

অঁতোয়ান গ্রিজমান আতলেতিকো মাদ্রিদে সুখেই আছেন। এরপরও ভিসেন্তে কালদেরনে নিজের ভবিষ্যত প্রসঙ্গে প্রশ্নবাণে ক্লান্ত হয়ে ওঠেছেন তিনি। ফরাসি এই স্ট্রাইকারের পাল্টা প্রশ্ন, এ ব্যাপারে ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও গ্যারেথ বেলকে তো কখনোই বিরক্ত করা হয় না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2017, 03:44 PM
Updated : 3 Jan 2017, 03:44 PM

গত জুনে আতলেতিকোর সঙ্গে নতুন চুক্তি করেন গ্রিজমান, যার মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। এরপরও উঠছে তার ক্লাব ছাড়ার গুঞ্জন।
 
গত মাসে গ্রিজমান জানিয়েছিলেন, মেজর লিগ সকারে খেলে ক্যারিয়ারে ইতি টানতে চান। কিন্তু বয়স মাত্র ২৫ হওয়ায় সেটা এখনও অনেক দূরের ব্যাপার।
 
আতলেতিকো মাদ্রিদে কতদিন আছেন- এএস -এর এমন এক প্রশ্নে গ্রিজমানের জবাব, ‌“আমি এই ধরনের প্রশ্ন পছন্দ করি না।”
 
মেসি-রোনালদোদের কথা উল্লেখ করে বলেন, ‌“আমি আমার ভবিষ্যত নিয়ে এই ধরনের প্রশ্ন পছন্দ করি না। ক্রিস্তিয়ানো, মেসি অথবা বেলকে তো কখনো প্রশ্ন করা হয় না- আগামী বছরে কী হচ্ছে এবং তারা কোথায় যাবে অথবা কোথায় খেলবে।”
 
“এ কারণে আমিও চাই না, ব্যাপারটি নিয়ে আমাকে আর প্রশ্ন করা হোক। আতলেতিকোতেই আমি সুখী এবং এখানে জীবন উপভোগ করছি। আমাকে আমার ভবিষ্যত নিয়ে আর প্রশ্ন করবেন না।”
 
“আতলেতিকোতে আমি ভীষণ সুখে আছি। এখানকার কোচ, সতীর্থ ও সমর্থকদের জন্য খেলতে পেরে আমি গর্বিত। তারা সবসময় আমার প্রতি যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে তার প্রতিদান দিতে চাই। আমি আরও গোল করতে চাই এবং মানুষদের বিনোদন দিতে চাই।”