গুয়ার্দিওলার শেষের শুরু

ক্যারিয়ারের শেষের দিকে এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। কোচিংকে বিদায় জানানোর প্রক্রিয়া এরই মধ্যে শুরুও হয়ে গেছে স্প্যানিশ এই কোচের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2017, 10:51 AM
Updated : 3 Jan 2017, 10:51 AM

এবারের মৌসুমের শুরুতে মানুয়েল পেল্লেগ্রিনির সিটির দায়িত্ব পান ৪৫ বছর বয়সী গুয়ার্দিওলা। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচের বিশ্বাস, ইংলিশ ক্লাবটিতে দায়িত্ব নেওয়া তার ক্যারিয়ারে শেষ ধাপগুলোর একটি হতে পারে।

এনবিসি স্পোর্টসকে গুয়ার্দিওলা বলেন, ‌“আমি ম্যানচেস্টারে আগামী তিন মৌসুম থাকবো, এর বেশি সময়ও থাকতে পারি।”

“তবে আমার বয়স ৬০ বা ৬৫ বছর হলে আমি আর বেঞ্চে থাকবো না। আমি মনে করছি, আমার বিদায় জানানোর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে।”

গুয়ার্দিওলা বার্সেলোনায় ৪ বছরের দায়িত্বে দারুণ সফল ছিলেন। কাতালুনিয়া ক্লাবটি তার হাত ধরে তিনটি লা লিগা ও দু’টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলে। ২০১৩ সালে বায়ার্নে গিয়েও সাফল্যের রাস্তায় হাঁটেন এই কোচ। ক্লাবটিকে পরপর তিন মৌসুম বুন্ডেসলিগার শিরোপা জেতান।

“আমি আমার কোচিং ক্যারিয়ারের শেষের দিকে চলে আসছি। এ ব্যাপারে আমি নিশ্চিত।”

বার্সেলোনা ও বায়ার্নের হয়ে সফল হলেও সিটিতে তাৎক্ষণিক প্রভাব দেখাতে পারেননি গুয়ার্দিওলা। শীর্ষে থাকা চেলসি থেকে ৭ পয়েন্ট কম নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে তার দল।