১০ জন নিয়ে ম্যানসিটির দারুণ জয়

শেষ প্রায় এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলেও দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গায়েল ক্লিসি ও সের্হিও আগুয়েরোর দ্বিতীয়ার্ধের দুই গোলে বার্নলিকে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2017, 05:37 PM
Updated : 2 Jan 2017, 05:37 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচে লিভারপুলের কাছে হারা সিটি সোমবার ইতিহাদ স্টেডিয়ামে নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে শুরুতেই চেপে ধরে বার্নলিকে। কিন্তু গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় অতিথিরা।

বাজে এক চ্যালেঞ্জে ৩২তম মিনিটে সিটির ফের্নান্দিনিয়ো লাল কার্ড দেখলে খেলার চিত্রটা পাল্টে যায়। তবে ১০ জন নিয়ে খেললেও বার্নলিকে চেপে ধরতে দেননি সিটির খেলোয়াড়রা।

৫৮তম মিনিটে ইতিহাদ স্টেডিয়ামকে উল্লাসে মাতান ফরাসি ডিফেন্ডার ক্লিসি। তার আচমকা গোলে এগিয়ে যায় সিটি। ৬২ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। 

৭০তম মিনিটে ব্যবধান কমায় অতিথিরা। কিন্তু বাকি সময়ে নিজেদের জাল অক্ষত রেখে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সিটি।   

এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে সিটি। ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে চেলসি।

দিনের অন্য ম্যাচে সান্ডারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে করা লিভারপুল ৪৪ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।