সান্ডারল্যান্ডের মাঠে লিভারপুলের হোঁচট

দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না লিভারপুল। অবনমন অঞ্চলের দল সান্ডারল্যান্ড পয়েন্ট কেড়ে নিয়েছে টানা চার জয় পাওয়া ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2017, 05:24 PM
Updated : 2 Jan 2017, 05:25 PM

জার্মেইন ডিফোর দুই পেনাল্টি গোলে ২-২ ব্যবধানে ড্র হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি।

সোমবার নিজেদের মাঠে শুরুতেই লিভারপুলের রক্ষণের পরীক্ষা নেয় সান্ডারল্যান্ড। পাল্টা আক্রমণে যেতে বেশি সময় নেয়নি লিভারপুলও।

উনবিংশ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেইয়ান লোভরেনের ফ্লিক গোলমুখে পেয়ে হেডে বল জালে পাঠান ড্যানিয়েল স্টারিজ।

ছয় মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিকরা। এস্তোনিয়ার ডিফেন্ডার রাগনার ক্লাভান নিজেদের ডি-বক্সে গ্যাবনের মিডফিল্ডার দিদিয়ের এনদংকে ফাউল করলে পেনাল্টি পায় সান্ডারল্যান্ড। তা থেকেই দলকে এগিয়ে দেন ডিফো।

দ্বিতীয়ার্ধেও চিত্রটা ছিল একই রকম। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ানো ম্যাচে ৭২তম মিনিটে অফ সাইডের ফাঁদ ভেঙে দলকে আবার এগিয়ে নেন সাইদু মানে। তবে দিন শেষে ‘খল নায়ক’ সেনেগালের এই উইঙ্গারই।

তার হ্যান্ডবলেই ম্যাচে দ্বিতীয় পেনাল্টি পায় স্যান্ডারল্যান্ড। এবারও জালে বল পাঠাতে কোনো ভুল করেননি ডিফো। এবারের লিগে এই ইংলিশ ফরোয়ার্ডের এটা একাদশ গোল। পুরো ৩ পয়েন্টের আশায় শেষ সময়ে লিভারপুলের মরিয়া প্রচেষ্টাগুলোর একটিও কাজে আসেনি।

২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে লিভারপুল। তবে ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসি পেয়ে গেছে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ।

১৫ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে সান্ডারল্যান্ড।

দিনের অন্য ম্যাচে বার্নলিকে ২-১ গোলে হারিয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে প্রায় এক ঘণ্টা ১০ জনকে নিয়ে খেলা ম্যানচেস্টার সিটি।