মিডলসবরোর মাঠেও পারল না লেস্টার 

মিডলসবরোর মাঠেও জয় পেল না লেস্টার সিটি। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় চলতি প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত প্রতিপক্ষের মাঠে জয়শূন্যই থাকলো ক্লাওদিও রানিয়েরির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2017, 04:02 PM
Updated : 2 Jan 2017, 04:03 PM

গত মৌসুমে শিরোপা জয়ের পথে লেস্টার ১১টি 'অ্যাওয়ে' ম্যাচে জিতলেও এবার প্রতিপক্ষের মাঠে জয় এখনো অধরা।

সোমবার ঢিমেতালে চলা ম্যাচে কোনো দলই পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। দুই দল মিলিয়ে পুরো ৯০ মিনিটে গোলের লক্ষ্যে শট নিয়েছে মাত্র চারটি।

মিডলসবরোর গাস্তোন রামিরেস সবচেয়ে ভাল সুযোগটি পেয়েছিলেন; কিন্তু ছয় মিটার দূরে বল পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন উরুগুয়ের এই মিডফিল্ডার।

লেস্টারকে এগিয়ে দেওয়ার সেরা সুযোগ পেয়েছিলেন  লিওনার্দো উলোয়া। কিন্তু কর্নার থেকে উড়ে আসা বলে তার হেড রুখে দেন গোলরক্ষক।

লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে রয়েছে।