‘যা থাকে কপালে এটা ভেবেই ভারতের বিপক্ষে নেমেছিলাম’

দশম মিনিটে দাঙ্গমেই গ্রাসির শট ফিরিয়ে শুরু। ম্যাচের বাকিটা সময় ভারতের শক্তিশালী আক্রমণভাগকে একের পর এক গোলবঞ্চিত করেছেন। বাংলাদেশের গোলপোস্টের নিচে দুর্ভেদ্য প্রাচীর হয়ে থাকা গোলরক্ষক সাবিনা আক্তার ছোট ছোট কথায় জানালেন, যে করেই হোক ভারতে রুখে দেওয়ার মনোভাব নিয়েই নেমেছিলেন তিনি!

মোহাম্মদ জুবায়েরমোহাম্মদ জুবায়েরশিলিগুড়ি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2016, 05:06 PM
Updated : 31 Dec 2016, 05:23 PM

প্রশ্ন: ভারত যেমন শক্তিশালী, তাদের আক্রমণভাগও তেমনি শক্তিশালী। এতগুলো সেভ করলেন কিভাবে?

সাবিনা খাতুন: জানি না কি বলব। আমি আসলে শুরুতে নার্ভাস ছিলাম। পরে যখন বল ঠিকমতো গ্লাভসে নিতে পারছিলাম, তখন একটু একটু করে স্বাভাবিক হতে থাকলাম। তখনই নিজের মধ্যে আত্মবিশ্বাস এসে গিয়েছিল যে, দলকে কিছু একটা দিতে পারব।

প্রশ্ন: ভারতের আক্রমণভাগে অভিজ্ঞ ফরোয়ার্ডের ছড়াছড়ি। তো তাদের মুখোমুখি হওয়ার আগের রাতে কি ভেবেছিলেন?

সাবিনা: কাল রাতে একটা কথাই ভেবেছিলাম- যা থাকে কপালে, হয় জয় না হয় ক্ষয়। এটা ভেবেই আজ মাঠে নেমেছিলাম।

প্রশ্ন: জয় পাননি। কিন্তু আগের ছয় ম্যাচ ভারতের কাছে হারার পর এই ড্র নিশ্চয় ড্রয়ের সমান।

সাবিনা: আমার মনে হচ্ছে এটাই জাতীয় দলের হয়ে আমার সেরা ম্যাচ।

প্রশ্ন: তো আপনার এই সেরা ম্যাচের পেছনে ডিফেন্ডারদের অবদান কতটা?

সাবিনা: ওরা অবশ্যই ভালো খেলছে। ভালো খেলছে বলেই আমরা ভালো করতে পেরেছি।

প্রশ্ন: আপনার সেরা ম্যাচটায় জয়ের আনন্দও থাকতে পারত, যদি সাবিনা খাতুন ৫৮তম মিনিটে গোলটা করতে পারতেন। এ নিয়ে কোনো আক্ষেপ?

সাবিনা: এ নিয়ে আসলে কোনো খারাপ লাগা নেই। তবে গোলটা হলে আমাদের আনন্দ আরও বেশি হত।

প্রশ্ন: যা হোক ভিন্ন প্রসঙ্গে আসি। জানেন কি ভারতের একটি পত্রিকায় (বর্তমান) আপনাকে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক বলে প্রতিবেদন ছাপানো হয়েছে?

সাবিনা: না, এটা জানতাম না। আপনাদের কাছ থেকেই শুনলাম। অবশ্যই সামনের দিনগুলোতে এটা আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে।

প্রশ্ন: তো নতুন বছরে আপনাদের প্রথম প্রতিপক্ষ মালদ্বীপ। কি ভাবছেন?

সাবিনা: ওরাও শক্তিশালী দল। যখন যে দলের সঙ্গে খেলব, তাদেরকে শক্তিশালী মনে করতে হবে। কোনোভাবেই কোনো দলকে দুর্বল ভাবা যাবে না। তবে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে ফাইনালে উঠতে চাই।

প্রশ্ন: ২০১৬ সাল শেষ করলেন দারুণভাবে। নতুন বছরে আর কোনো চাওয়া?

সাবিনা: ভালোভাবে খেলব-দেশের জন্য আরও অনেক কিছু করব।