রোনালদোকে নিতে চীনা ক্লাবের ৩০ কোটি ইউরোর প্রস্তাব

বেশ কয়েকজন তারকা ফুটবলারকে টেনে এরই মধ্যে চমক সৃষ্টি করেছে চাইনিজ সুপার লিগের কয়েকটি ক্লাব। চীনের শীর্ষ লিগের একটি দল ক্রিস্তিয়ানো রোনালদোকেও কিনতে রিয়াল মাদ্রিদকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ডের এজেন্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 01:27 PM
Updated : 30 Dec 2016, 01:27 PM

বার্ষিক ১০ কোটি ইউরো বেতনের ওই প্রস্তাবে রোনালদোর অবশ্য কোনোরকম আগ্রহ ছিল না বলেও জানান এজেন্ট জোর্জে মেন্দেস।

গত নভেম্বরে রিয়ালের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তি করেন রোনালদো।

মেন্দেস বলেন, “চীনা বাজার (ফুটবলের) একটি নতুন বাজার। তারা অনেক খেলোয়াড় কিনতে পারে, কিন্তু রোনালদোর জন্য সেখানে যাওয়া অসম্ভব।”

“ক্রিস্তিয়ানো বিশ্বের সেরা খেলোয়াড় এবং সব সময়ের সেরা। (তার জন্য) কিছু প্রস্তাব আসা স্বাভাবিক।”

চীনা ক্লাবের প্রস্তাব প্রসঙ্গে স্কাই ইতালিয়াকে মেন্দেস বলেন, “চীন থেকে তারা রিয়াল মাদ্রিদকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল। খেলোয়াড়ের জন্য দিয়েছিল প্রতি বছর ১০ কোটি ইউরোর বেশি। কিন্তু অর্থই সব কিছু নয়। স্প্যানিশ ক্লাবটি (রিয়াল) তার জীবন।”

গত এক সপ্তাহে বিশাল ট্রান্সফার ফিতে বড় মাপের দুই খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে চাইনিজ সুপার লিগের দুটি ক্লাব।

চেলসি থেকে ব্রাজিলের মিডফিল্ডার অস্কারকে ছয় কোটি ইউরোর বিনিময়ে দলে নিয়েছে সাংহাই এসআইপিজি।

একই শহরের ক্লাব সাংহাই সেনহুয়া আর্জেন্টিনার কার্লোস তেভেজের সঙ্গে চুক্তি করেছে। গণমাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক এই খেলোয়াড়কে কিনতে আট কোটি ৪০ লাখ ইউরো খরচ হচ্ছে তাদের।