বিধ্বস্ত আফগানিস্তানের সামনে প্রত্যয়ী বাংলাদেশ

প্রথম ম্যাচটি বাংলাদেশের সমীকরণ সহজ করে দিয়েছে অনেকটা। শিলিগুঁড়ির কাঞ্চনজংঘা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচটি জিতলেই গ্রুপ পর্বের চৌকাঠ পেরিয়ে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠবে বাংলাদেশ!

মোহাম্মদ জুবায়েরমোহাম্মদ জুবায়েরশিলিগুঁড়ি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 12:34 PM
Updated : 28 Dec 2016, 02:40 PM

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ৬টায় ‘বি’ গ্রুপে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে ৫-১ গোলে হেরে শুরু আফগানদের। এ কারণেই সাবিনাদেরকে হাতছানি দিচ্ছে এক জয়ে সেরা চারের লক্ষ্য পূরণের দারুণ সুযোগ।

সুযোগ কাজে লাগাতে প্রত্যয়ী বাংলাদেশ। শিলিগুঁড়ির মূল শহর থেকে বেরিয়ে প্রায় আট কিলোমিটার দূরে এসএসবি গ্রাউন্ডসে অনুশীলনের শেষে বুধবার কোচ গোলাম রব্বানী ছোটনও আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, প্রস্তুত তার শিষ্যরা।

“চিন্তা, লক্ষ্য সেই আগের মতোই (সেমি-ফাইনাল খেলা)। মেয়েরা প্রস্তুত। জয়ের জন্য মাঠে নামব আমরা। অলআউট ফুটবল খেলব আমরা।”

কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আফগানিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই। ছোটনও মাথায় রাখছেন হিসেবটা।

“ভারত তিনবারের চ্যাম্পিয়ন; তারা সবসময় ভালো দল। কিন্তু আফগানিস্তানও আগের চেয়ে শক্তিশালী। তাদের প্রথম ম্যাচটা দেখেছি। বড় ব্যবধানে হারলেও তারা আগের চেয়ে ভালো দল।”

ভুটানের কাছে ছেলেদের ভরাডুবির পর বাংলাদেশের ফুটবল এগিয়ে নেওয়ার ভার এ মুহূর্তে মেয়েদের কাঁধে। সমর্থকদের এ চাওয়াটা ডানা মেলেছে আনুচিংদের ধারাবাহিক সাফল্যের কারণে। সর্বশেষ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়নও তারা।

স্নেহ-শাসনে গড়ে তোলা শিষ্যদের ভালোভাবে জানার সুবাদে ছোটনের বিশ্বাস জন্মেছে, সাম্প্রতিক সাফল্য চাপ হয়ে উঠবে না। বরং সাবিনা-আনাই মোগিনিদের নিজেদের মেলে ধরার অনুপ্রেরণা জোগাবে।

“আমার মনে হয় আগের সাফল্য ধরে রাখার বিষয়টিও মেয়েদের ওপর কোনো চাপ তৈরি করবে না। মেয়েরা দিনকে দিন উন্নতি করছে। ধারাবাহিকতা ধরে রাখাই তাদের মনের চাওয়া। তারা চায়, এর আগে যে খেলাটা তারা খেলেছে, এবার তার চেয়ে আরেকটু ভালো করবে।”

“দেখছি এখানকার আবহাওয়া ঢাকার মতোই। আজ বিকালেও আমরা একই কণ্ডিশনে অনুশীলন করলাম। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।”

চোট-সমস্যা না থাকার স্বস্তি আছে বাংলাদেশের। তবে কোচ ছোটনের ম্যাচ পরিকল্পনায় সবচেয়ে বড় সমস্যা আফগানিস্তানের অধিনায়ক শবনম মুবারিজ। ভারতের বিপক্ষে ম্যাচে মাঝ মাঠে আলো ছড়ানো এই মিডফিল্ডারকে আটকাতে বিশেষ ছক কষছেন তিনি।

“ওদের নাম্বার নাইন, অধিনায়ক, খুবই ভালো খেলোয়াড়। ওদের দলে অনেক বিদেশে থাকা খেলোয়াড় আছে। আমার মনে হয়, সে বিদেশ থেকে এসেছে। তার খেলা আমরা দেখেছি। খুব ভালো সেন্ট্রাল মিডফিল্ডার। তাকে আটকানোর বিশেষ পরিকল্পনা আছে আমার।”

“তবে দলে কোনো চোট নেই। সবাই ফিট। ওরা পাঁচ গোল খেলেও আমরা সেসব নিয়ে ভাবছি না। আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। আমরা অলআউট খেলব এবং আশা করি, মেয়েরা তাদের শতভাগ দেবে।”