বোর্নমাউথকে হারিয়ে চেলসির রেকর্ড

ইপিএলের শিরোপা পুনুরুদ্ধারের অভিযানে দারুণ ছন্দে এগিয়ে চলেছে চেলসি। পেদ্রোর জোড়া গোলে বোর্নমাউথকে সহজেই হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রিমিয়ার লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে আন্তোনিও কোন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 05:42 PM
Updated : 26 Dec 2016, 05:45 PM

সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। লিগে চেলসির এটা টানা দ্বাদশ জয়। বিজয়ীদের আরেক গোলদাতা এডেন হ্যাজার্ড।

এই জয়ে পয়েন্ট তালিকায় চেলসির অবস্থান আরও দৃঢ় হয়েছে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৩৭।

ঘরের মাঠে ২৪তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন পেদ্রো। সেস ফাব্রেগাসের ছোট পাস ডি বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে বল জালে জড়ান বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

৪৮তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার সিমোন ফ্রান্সিস নিজেদের ডি-বক্সে হ্যাজার্ডকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকেই ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

আর যোগ করা সময়ে মাঝমাঠের কাছ থেকে বল টেনে এনে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন পেদ্রো। বল সামনে থাকা ইংলিশ ডিফেন্ডার স্টিভ কুকের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

অন্য ম্যাচে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়েছে আর্সেনাল। আর্সেন ভেঙ্গারের দলের পয়েন্টও লিভারপুলের সমান ৩৭।

সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৩৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। আরেক ম্যাচে এভারটনের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি।