কঠোর পরিশ্রমে আবাহনীর সাফল্য, কারিগর সানডে-লি টাক

এক ম্যাচ হাতে রেখে অপরাজিত থেকে প্রিমিয়ার শিরোপা ঘরে তুলেছে আবাহনী লিমিটেড। কোচ জর্জ কোটান জানালেন, তিন মৌসুম পর দাপটের সঙ্গে লিগ শিরোপা জেতার পেছনে আছে কঠোর পরিশ্রম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 02:59 PM
Updated : 26 Dec 2016, 03:04 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ৪-০ গোলে উত্তর বারিধারাকে হারায় আবাহনী। আগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে চট্টগ্রাম আবাহনী ১-১ ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই ১৪ জয়, সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে নেয় ঐহিত্যবাহী দলটি।

চলতি মৌসুমে ফেডারেশন কাপের পর আবাহনীকে পঞ্চম লিগ শিরোপা এনে দিলেন ৭০ বছর বয়সী অস্ট্রিয়ান কোচ কোটান।

“এটা আমার এবং আবাহনীর জন্য বড় দিন। ছেলেদের কঠোর পরিশ্রমের কারণে এই সাফল্য এসেছে। ফেডারেশন কাপের পর লিগ শিরোপা জেতা এবং অপরাজিত থেকে লিগ জেতা অনেক বড় ব্যাপার। কঠোর পরিশ্রমের কারণে দীর্ঘ পথটা পাড়ি দিতে পেরেছি আমরা।”

চোটের কারণে লিগের সর্বোচ্চ ১৯ গোল করা সানডে চিজোবা ও নির্ভরযোগ্য মিডফিল্ডার লি টাককে ছাড়া উত্তর বারিধারার বিপক্ষে খেলতে নামে আবাহনী। এই দুই তারকাই দলের সাফল্যের কারিগর বলে জানান কোটান।

“সানডে ও লি টাককে আজ মিস করেছি। দলের সাফল্যের কারিগর এ দুজন। তবে আমাদের দলটাও ভালো ছিল।”

দলের শিরোপা জয়ের ম্যাচে গোল করতে পেরে দারুণ খুশি নাবীব নেওয়াজ জীবন।

“গোল না পাওয়াতে আসলে হতাশ হয়ে পড়ছিলাম। আজ আমরা দলের সেরা দুই তারকাকে ছাড়া খেলতে নেমেছিলাম। কিন্তু ৪-০ ব্যবধানে জিতেছি। আমিও গোল করেছি। সব মিলিয়ে খুবই ভালো লাগছে।”