দিবালার মধ্যে মেসিকে দেখছেন হিগুয়াইন

পাওলো দিবালা স্বদেশি লিওনেল মেসির মতো হতে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে। তবে গনসালো হিগুয়াইন আর্জেন্টিনার ২৩ বছর বয়সী এই উঠতি তারকার মধ্যে মেসির মতো হয়ে ওঠার সব সম্ভাবনা দেখছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 06:55 AM
Updated : 26 Dec 2016, 11:17 AM

২০১৫ সালে পালেরমো থেকে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর থেকে আলো ছড়াচ্ছেন দিবালা। দলের হয়ে এরই মধ্যে সেরি আ, কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জিতেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

চলতি মৌসুমে দিবালা তিন গোল করেছেন; সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন। হিগুয়াইন তাই স্বদেশী উঠতি ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ।

“দিবালা ও মেসি একরকম নয়। মেসি সেরা এবং সে এটা প্রতিদিন দেখাচ্ছে। পাওলো এখনও তরুণ। মাত্র ২৩ বছর বয়স এবং তার বেড়ে ওঠা নির্ভর করছে ভবিষ্যতের ওপর। তবে বিশ্বসেরাদের একজন হওয়ার সব বৈশিষ্ট্যই তার মধ্যে আছে।”

জাতীয় দল ও ক্লাব সতীর্থ দিবালাকে আগামী দিনের জন্য পরামর্শও দিয়েছেন হিগুয়াইন।

“অনেক উত্থান-পতন থাকবে এবং আপনাকে সবসময় ভারসাম্য রাখতে হবে। সমালোচনা এবং প্রশংসা শুনলে চলবে না।”