শেখ জামাল-মোহামেডান পয়েন্ট ভাগাভাগি

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ ড্র করেছে প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2016, 02:08 PM
Updated : 25 Dec 2016, 02:08 PM

দুই দলের প্রথম পর্বের খেলায় ১-০ ব্যবধানে জিতেছিল মোহামেডান।

লিগে নিজেদের ছায়া হয়ে থাকা মোহামেডান এ ম্যাচেও বেরিয়ে আসতে পারেনি ব্যর্থতার বলয় থেকে। এ নিয়ে নয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯তম মিনিটে প্রতিআক্রমণ থেকে এগিয়ে যায় মোহামেডান। ইসমাইল বাঙ্গুরার বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন তৌহিদুল আলম সবুজ। লিগে এই ফরোয়ার্ডের গোল হলো ৮টি।

শেখ জামালের সমতায় ফিরতে দেরি হয়নি। ২৫তম মিনিটে নিখুঁত ফ্রি-কিকে গোলরক্ষক নেহালকে প্রতিরোধের কোনো সুযোগ না দিয়ে গোল করেন গাম্বিয়ার ফরোয়ার্ড ডারবো ল্যান্ডিং।

দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা না পেলে সমতায় শেষ হয় ম্যাচ।

২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শেখ জামাল। ১৯ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে দশম স্থানে মোহামেডান। ‍দুই দলের লিগের বাকি এক ম্যাচ করে।

২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী লিমিটেড, ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম আবাহনী।

রোববার প্রথম ম্যাচে সাজিদুর রহমানের একমাত্র গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারায় আরামবাগ ক্রীড়া সংঘ।