জাতীয় উশুতে সেরা সেনাবাহিনীর মেয়েরা

ছয়টি সোনা জিতে প্রথম জাতীয় মহিলা উশুতে সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্সআপ বাংলাদেশ আনসারের মেয়েরা পেয়েছে চারটি সোনা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2016, 03:52 PM
Updated : 21 Dec 2016, 04:07 PM

বাংলাদেশ উশু ফেডারেশন বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর ইসরাত (চানচুয়ান), রানী (দাউসু), ইসরাত (জিয়ানসু), সুমাইয়া (চিয়ানসু), মল্লিকা (তাইচি) ও মল্লিকা (তাইচিয়ান) সোনা জয় করেন।

রানার্সআপ আনসারের মর্জিনা (নানচুয়ান), মর্জিনা (নানদাও), শিলা (নানগুণ) ও প্রিয়া (কুনসু) সোনা জিতেছেন।

জাতীয় মহিলা উশুর প্রথম আসরে থাউলু ও সান্দা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পাটকল করপোরেশন, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিসেএসপি), সরকারি/বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার প্রায় দুইশ’ অ্যাথলেট অংশ নেয়।