শাপেকোয়েনসের জন্য ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ ২৫ জানুয়ারি

বিমান বিধ্বস্ত হয়ে নিহত ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের খেলোয়াড় ও স্টাফদের পরিবারকে সহায়তার জন্য আগামী ২৫ জানুয়ারি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল ও কলম্বিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2016, 06:12 AM
Updated : 20 Dec 2016, 06:13 AM

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, রিও দে জেনেইরোর নিলতন সান্তোস স্টেডিয়ামে ম্যাচটি হবে।

আন্তর্জাতিক ফুটবলের জন্য ফিফা নির্ধারিত কোনো তারিখে ম্যাচটি হচ্ছে না। তাই ব্রাজিলের হয়ে অংশ নেবেন কেবল ঘরোয়া লিগে খেলা ফুটবলাররা।

গত মাসে কলম্বিয়ার ক্লাব আতলেতিকো নাসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় ৭১ জন মারা যায়, যাদের মধ্যে ছিল শাপেকোয়েনসের খেলোয়াড়, স্টাফ ও কর্মকর্তারা। প্রীতি ম্যাচ থেকে পাওয়া অর্থ তাদের পরিবারের সদস্যদের দেওয়া হবে।

শাপেকোয়েনসের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে অনেক ক্লাবই। ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলো বিনামূল্যে তাদের খেলোয়াড় ধার দেওয়ার প্রস্তাব দিয়েছে। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ২০১৭-১৮ প্রাক-মৌসুমে জুয়ান গাম্পের ট্রফিতে খেলতে ক্লাবটিকে আমন্ত্রণ জানিয়েছে।