বছরটা দুর্দান্তভাবে শেষের তৃপ্তি রোনালদোর

কদিন আগেই জিতেছিলেন ব্যালন ডি’অর; এবার ক্লাব বিশ্বকাপের শিরোপা। ব্যক্তিগত ও দলীয় অর্জন মিলিয়ে দুর্দান্ত বছর কাটানোর তৃপ্তি অনুভব করছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2016, 04:39 PM
Updated : 18 Dec 2016, 04:40 PM

দারুণ উত্তেজনা ছড়ানো ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোববার রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে জাপানের দল কাশিমা অ্যান্টলার্সকে। দলের জয়ের হ্যাটট্রিকের আনন্দে ভেসেছেন রোনালদো। রিয়ালের হয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের এটি ৪০তম হ্যাটট্রিক।

৬০, ৯৮ ও ১০৪তম মিনিটের গোলে দারুণ এক কীর্তিও গড়েছেন রোনালদো। ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্রথম হ্যাটট্রিক করা খেলোয়াড় তিনি। রিয়াল তারকা জিতেছেন প্রতিযোগিতাটির সেরা খেলোয়াড়ের পুরস্কারও। ২০১৬ সালের শেষটা তাই মনমতো হলো তার।

“ব্যালন ডি’অর জয়ের পর এটা খুবই আনন্দের সপ্তাহ। বছরের এটা দারুণ এক সমাপ্তি।”

“ক্রিস্তিয়ানোর কাছে সবসময়ই বেশি প্রত্যাশা থাকে। অবশ্যই আমি আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাই। তারা না থাকলে যে ব্যক্তিগত ট্রফি জিতেছি, সেগুলো জিততে পারতাম না।”

ম্যাচ শেষে উচ্ছ্বাস থাকলেও ফাইনালে ভোগান্তি ভুলেননি রোনালদো। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় রিয়ালকে ২-২ ড্রয়ে আটকে রেখেছিল কাশিমা। অতিরিক্ত সময়ে আর পারেনি জাপানের দলটি। তবে রিয়াল তারকার প্রশংসা পাচ্ছে তারা।

“কষ্টের একটা ম্যাচ ছিল। তারা এতটা ভালো খেলবে আমরা প্রত্যাশা করিনি। কিন্তু ফাইনাল এ রকমই হয় এবং আপনাকে কষ্ট করতেই হবে।”

“আমরা খুব করে এই ট্রফিটা চেয়েছিলাম এবং সম্ভাব্য সেরাভাবে আমরা বছরটা শেষ করছি। আমরা খুবই খুশি।”