দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। নয় রাউন্ডে আট জয় ও এক ড্রয়ে ১৭ পয়েন্ট পেয়েছে লিগে নবাগত দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2016, 03:35 PM
Updated : 14 Dec 2016, 03:36 PM

শেষ রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ড্র করলেই শিরোপা জিতত সাইফ স্পোর্টিং। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে বুধবার নবম রাউন্ডে নৌবাহিনীর সঙ্গে ২-২ ড্র করে সে লক্ষ্য পূরণ করে দলটি।

সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে লিগে খেলেছেন চীনের গ্র্যান্ডমাস্টার বু জিয়াংঝি, রাশিয়ার গ্র্যান্ডমাস্টার আলেক্সি গোগানোভ, গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান।

শেষ রাউন্ডে মাসুদ স্পোর্টস চেস ক্লাবকে ৪-০ ব্যবধানে হারানো শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ১৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে।

ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, রাশিয়ার গ্র্যান্ডমাস্টার বরিস গ্রাচেভ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, তাজিকিস্তানের গ্র্যান্ডমাস্টার এমোনাতভ ফারুক, ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল এবং ইন্টারন্যাশনাল মহিলা মাস্টার রানী হামিদ খেলেন গত আসরের চ্যাম্পিয়ন শেখ রাসেলের হয়ে।

রোল অব অনার

সাল    দল

২০১১ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব

২০১২ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব

২০১৩ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব

২০১৪ বাংলাদেশ নৌবাহিনী

২০১৫ শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব

২০১৬ সাইফ স্পোর্টিং ক্লাব