পরিসংখ্যানে রোনালদোর দুর্দান্ত বছর

সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন ক্রিস্তিয়ানো রোনালদো! বছরের শুরুতে সমালোচকরা এই অভিযোগের তীরই ছুঁড়েছিলেন। কিন্তু রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সমালোচনার জবাব দিলেন চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে। ২০১৬ সালটাও তিনি শেষ করছেন ব্যালন ডি’অর জিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2016, 06:42 AM
Updated : 13 Dec 2016, 06:42 AM

এর আগে ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন রোনালদো। ২০১৬ সাল এখনও শেষ হয়নি। ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে জাপানে তিনি। এর আগের পরিসংখ্যানে দেখে নেওয়া যাক ৩১ বছর বয়সী রোনালদোর চলতি বছরের পারফরম্যান্স কতটা আলো ছড়াচ্ছে।

৫১ - ২০১৬ সালে এ পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে খেলা ৫৫ ম্যাচে ৫১ গোল করেছেন রোনালদো।

৩৮ - এই ৫১ গোলের মধ্যে ৩৮টি ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ৪২ ম্যাচে পাওয়া। ৩১টি লা লিগায় ও সাতটি চ্যাম্পিয়ন্স লিগে।

১৩ - এ বছর পর্তুগালের হয়ে খেলা ১৩ ম্যাচে ১৩ গোল রোনালদো। আন্তর্জাতিক পর্যায়ে গোলের হিসেবে এটাই তার সবচেয়ে ভালো বছর

১৬ - নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৬টি করিয়েছেন। এর মধ্যে ১৪টি রিয়াল সতীর্থদের দিয়ে, দুটি পর্তুগাল সতীর্থদের দিয়ে।

- এ নিয়ে টানা ছয় বছর রোনালদো ৫০ বা তারও বেশি গোল করলেন।

৪ হাজার ৭৯৪ - এ বছর (এখন পর্যন্ত) রোনালদো ৪ হাজার ৭৯৪ মিনিট খেলেছেন।

- গত ইউরোয় খেলা সাত ম্যাচে ৫টি গোলের সঙ্গে জড়িয়ে ছিলেন রোনালদো। নিজে ৩টি গোল করেন, সতীর্থদের দিয়ে দুটি করিয়েছিলেন।

৩৭৬ - রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর গোল ৩৭৬টি। কেউই রিয়ালের হয়ে ৩৫০ গোলের বেশি করতে পারেননি।

- এ বছর তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন রোনালদো। রিয়ালের হয়ে অবশ্য দ্বিতীয়, প্রথমটি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

৯৪ - এ বছর রিয়াল ও পর্তুগালের হয়ে গড়ে ৯৪ মিনিটে একটি করে গোল করেছেন রোনালদো।

৮৪ - লা লিগায় গড়ে ৮৪ মিনিটে একটি করে গোল তার। ৩০ ম্যাচে ৩১ গোল।

- এ বছর লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় মৌসুম ৩০ বা তারও বেশি গোল করার কীর্তি গড়েছেন রোনালদো।