আবাহনীকে ফের রুখে দিল শেখ রাসেল

দীর্ঘ ১৩ বছরের সতীর্থ যোদ্ধা আমিনুল ইসলামকে জয় দিয়ে বিদায় জানাতে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে প্রিমিয়ার লিগের শিরোপার পথে ছোটা আবাহনীকে আবারও রুখে দেওয়ার তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2016, 02:47 PM
Updated : 10 Dec 2016, 02:47 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। প্রথম পর্বেও ১-১ গোলে জর্জ কোটানের দলকে রুখে দিয়েছিল শেখ রাসেল।

চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত লিগের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন আবাহনী। কিন্তু লি টাকের বাড়ানো বলে সানডে চিজোবার ডান দিক থেকে নেওয়া শট দূরের পোষ্ট ঘেঁষে বেরিয়ে যায়।

গোছালো আক্রমণ অব্যাহত রাখলেও গোলের দেখা পায়নি আবাহনী। ডান দিক থেকে আক্রমণে যাওয়া জুয়েল রানার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৩০তম মিনিটে বাঁ দিক থেকে লিগের সর্বোচ্চ ১৮ গোল করা সানডের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডার কর্নারের বিনিময়ে ফেরান।

৩৮তম মিনিটে বড় ধাক্কা খায় আবাহনী। কোনো কারণ ছাড়াই ইকাঙ্গাকে ফাউল করে লাল কার্ড দেখেন লি টাক। ফলে মাঝ মাঠের নিয়ন্ত্রণে কিছুটা পিছিয়ে পড়ে জর্জ কোটানের দল।

বিরতির ফাঁকে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় বলে দেন ১৩ বছর ধরে শেখ রাসেলের রক্ষণভাগ সামলানো আমিনুল। ২০০৩ সালে জাতীয় দলের হয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলা এই রাইট ব্যাক একই বছর যোগ দেন শেখ রাসেলে। এর আগে ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল আবাহনীর হয়ে খেলেন তিনি।

দশ জনের দল নিয়েও দ্বিতীয়ার্ধে শেখ রাসেলের রক্ষণে চাপ ধরে রাখে লিগে এখন পর্যন্ত অপরাজিত আবাহনী। ৬৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ইমন বাবুর শট গোলরক্ষক বিপ্লবকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফেরে।

এ ড্রয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরেকটু এগুলো শীর্ষে থাকা আবাহনী। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী। ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেখ রাসেল।

শনিবার প্রথম ম্যাচে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় ব্রাদার্স ইউনিয়ন।