দেপোর্তিভো ম্যাচে থাকছে না রোনালদোও

ক্লাব ফুটবলে ৫০০ গোলের দারুণ এক মাইলফলক ছোঁয়ার এক ধাপ দূরে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছেন জিনেদিন জিদান। পর্তুগিজ এই ফরোয়ার্ডকে ছাড়াই শনিবার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 02:38 PM
Updated : 9 Dec 2016, 05:35 PM

চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন গ্যারেথ বেল। শুক্রবার ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে দলটির কোচ স্ট্রাইকার করিম বেনজেমাকে বিশ্রাম দেওয়ার কথা জানান। সঙ্গে আরও কয়েক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

এর কিছুক্ষণ পরেই নিজেদের ওয়েবসাইটে লিগের পঞ্চদশ রাউন্ডের ম্যাচটির জন্যে লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ গোল করা রোনালদোকে ছাড়া ১৯ সদস্যের দল ঘোষণা করে ক্লাবটি।

‘বিবিসি’ আক্রমণত্রয়ীরে অনুপস্থিতিতে দলে আছেন আলভারো মোরাতা, লুকাস ভাসকেস ও মারিয়ানো।

ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হতে যাওয়া ম্যাচের জন্য মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুকা মদ্রিচকেও দলে রাখেননি কোচ।

লা লিগায় এ পর্যন্ত ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিদানের দল। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় বার্সেলোনা।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে সামনের দিনগুলোতে অনেক ম্যাচ থাকাটা কারণ হিসেবে উল্লেখ করেছিলেন জিদান।

আসছে সপ্তাহে ক্লাব বিশ্বকাপ খেলতে জাপান যাবে রিয়াল। বৃহস্পতিবার সেখানে তাদের প্রথম ম্যাচ।