বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনে স্বাগতিক শাটলারদের বিদায়

বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনে স্বাগতিক দেশের শাটলারদের পথচলা থেমে গেছে কোয়ার্টার-ফাইনালেই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 04:10 PM
Updated : 8 Dec 2016, 04:10 PM

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার মিশ্র দ্বৈতের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে এনায়েত উল্লাহ-নাবিলা আক্তার জুটি থাইল্যান্ডের ভিরিইয়াঙ্গকুরা তানুপাত-থানিয়াসুদা ওনগায়া জুটির কাছে ২১-১২, ২১-৯ ব্যবধানে হারেন।

মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গেছেন তুষার রায়-এরিনা পারভীন রত্না জুটিও। ভারতের সাত্যিকসাইরাজ রাংকিরেড্ডি-মনিষা জুটির কাছে ২১-৮, ২১-৯ ব্যবধানে হারেন তারা।

থাইল্যান্ডের জুটির কাছে ২-০ ব্যবধানে হেরে পুরুষ দ্বৈতের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গেছে বাংলাদেশের রাহাদ কবির-মোহাম্মদ জামিল জুটি। ভারতের জুটির কাছে হেরেছে সালমান খান-তুষার রায় জুটি।

মহিলা দ্বৈতেও উর্মি আক্তার-দুলালি হালদার জুটি পেরুতে পারেননি কোয়ার্টার-ফাইনাল। ভারতের জুটির কাছে ২১-৩, ২১-৫ ব্যবধানে হেরেছেন তারা। ছিটকে গেছেন নাবিলা আক্তার-রেহেনা পারভীন জুটিও।

দেশের দুই তারকা শাটলার শাপলা আক্তার ও এলিনা সুলতানাও হতাশ করেছেন। ভারতের জুটির কাছে ২১-১৯, ২১-১৪ ব্যবধানে হেরেছেন তারা।