‘রিয়ালের বিপক্ষেও সুযোগ থাকবে আর্সেনালের’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে পাওয়ার সম্ভাবনা আছে আর্সেনালের। তবে কোচ আর্সেন ভেঙ্গারের বিশ্বাস, বর্তমান চ্যাম্পিয়নদের পেলেও কোয়ার্টার-ফাইনালে উঠতে পারবে তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 03:54 PM
Updated : 8 Dec 2016, 03:55 PM

গত মঙ্গলবার সুইজারল্যান্ডের ক্লাব বাসেলকে ৪-১ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ক্লাবটির পয়েন্ট ১৪। ২ পয়েন্ট কম নিয়ে তাদের পিছনে থেকে গ্রুপ রানার্সআপ হয় ফ্রান্সের লিগ ওয়ানে গত চারবারের চ্যাম্পিয়ন পিএসজি।

আগামী সোমবার নকআউট পর্বের ড্রয়ে আর্সেনালের প্রতিপক্ষ হবে গ্রুপ পর্বে দ্বিতীয় হওয়া কোনো দল। তাই শিরোপাপ্রত্যাশী রিয়াল ও বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী দলও হতে পারে গানারদের প্রতিপক্ষ।

তবে প্রতিপক্ষ যেই হোক না কেন, আর্সেনাল কাউকেই ভয় পায় না বলে জানিয়েছেন ভেঙ্গার।

“আপনি রিয়াল মাদ্রিদের কথা ধরুন, প্রতিযোগিতা জিততে অন্যতম ফেভারিট তারা; এমনকি তাদের বিপক্ষেও আমরা কোয়ালিফাই করার একটা সুযোগ পাব।”

গত ছয় বছরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠতে পারেনি আর্সেনাল। ভেঙ্গারের মতে, এটা তার দলের জন্য বড় এক চ্যালেঞ্জ। তবে তার শিষ্যরা এটা উপভোগ করবে বলে বিশ্বাস কোচের।