শাপেকোয়েনসেকে জুয়ান গাম্পের ট্রফিতে খেলতে বার্সার আমন্ত্রণ

বিমান দুর্ঘটনায় বেশিরভাগ ফুটবলার হারানো শাপেকোয়েনসেকে জুয়ান গাম্পের ট্রফিতে খেলার আমন্ত্রণ জানিয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 03:35 PM
Updated : 8 Dec 2016, 03:43 PM

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলতে মেদেলিন যাওয়ার পথে বিধ্বস্ত হয় শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমানটি। গত সপ্তাহে ঘটে যাওয়া মর্মান্তিক ওই দুর্ঘটনায় মারা যায় বিমানটির ৭১ যাত্রী। এদের  মধ্যে ছিলেন ব্রাজিলের ক্লাবটির ১৯ জন খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফ।

ব্রাজিলিয়ান সেরি আয় খেলা ক্লাবটির সাহায্যে এরই মধ্যে এগিয়ে এসেছে পুরো ফুটবল বিশ্ব। দেশটির প্রথম সারির তিনটি ক্লাব শাপেকোয়েনসেকে খেলোয়াড় দেওয়ার প্রস্তাব দিয়েছে।

এছাড়া খেলোয়াড় ও স্টাফদের পরিবারকে সহায়তার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে জানুয়ারিতে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

বার্সেলোনাও শাপেকোয়েনসের পাশে দাঁড়াতে আগ্রহী। সে উদ্দেশেই ২০১৭-১৮ প্রাক-মৌসুমে জুয়ান গাম্পের ট্রফিতে ক্লাবটিকে খেলতে আমন্ত্রণ জানাল লা লিগা চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্সেলোনা কর্তৃপক্ষ শাপেকোয়েনসের পুনর্গঠনেও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।