স্বাধীন বাংলা ফুটবল দলের গোলরক্ষক নূরুন্নবী আর নেই

স্বাধীন বাংলা ফুটবল দলের গোলরক্ষক খন্দকার মোহাম্মদ নূরুন্নবী আর নেই। বৃহস্পতিবার ভোরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন ২০০২ সালে জাতীয় পুরস্কার পাওয়া এই মুক্তিযোদ্ধা ফুটবলার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 02:40 PM
Updated : 8 Dec 2016, 03:10 PM

মৃত্যুকালে নূরুন্নবীর বয়স হয়েছিল ৭১ বছর। 
 
ষাটের দশকে আজাদ স্পোর্টিংয়ের হয়ে ফুটবল খেলা নূরুন্নবী ১৯৬৫ থেকে ১৯৭০ পর্যন্ত খেলেন ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। ১৯৬৮ সালে আগা খান গোল্ডকাপে মোহামেডানের ফাইনালে ওঠায় ভালো অবদান ছিল তার।
 
১৯৭০ সালে পাকিস্তান জাতীয় দলের হয়েও খেলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নূরুন্নবী।
 
স্বাধীনতা যুদ্ধের জন্য তহবিল সংগ্রহে স্বাধীন বাংলা ফুটবল দল প্রথম ম্যাচ খেলে ১৯৭১ সালের ২৪ জুলাই। নদীয় একাদশের সঙ্গে ২-২ ড্র ম্যাচে দলের গোল পোস্ট সামলেছিলেন তিনি। ম্যাচটি খেলার পর দেশে ফিরে যুদ্ধে অংশ নেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) নূরুন্নবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।