আবারও গোলের রেকর্ড ছুঁলো বার্সা

বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০ ব্যবধানে হারানোর ম্যাচে আবারও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 11:13 AM
Updated : 7 Dec 2016, 11:13 AM

মঙ্গলবার রাতে ঘরের মাঠ কাম্প নউয়ে আর্দা তুরানের হ্যাটট্রিক ও মেসির গোলে গ্রুপ পর্বে সর্বোচ্চ ২০ গোলের রেকর্ড স্পর্শ করে বার্সেলোনা।

ইউরোপ সেরার প্রতিযোগিতার গ্রুপ পর্বে এর আগে মোট তিন বার ২০ গোল করেছিল কোনো ক্লাব। বার্সেলোনাই এর আগে করেছিল ২০১১-১২ আসরে গ্রুপ পর্বে।

১৯৯৮-৯৯ মৌসুমে প্রথম কোনো দল হিসেবে এক আসরের গ্রুপ পর্বে ২০ গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড। পরে ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদও এই রেকর্ড স্পর্শ করে।

মনশেনগ্লাডবাখকে হারিয়ে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে খেলবে বার্সেলোনা।

এক আসরের গ্রুপ পর্বে ২০ গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ আছে বরুসিয়া ডর্টমুন্ডেরও। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে যাওয়া জার্মান ক্লাবটি এক গোল করলে রেকর্ডটি স্পর্শ করবে। দুই গোল করলে গড়বে নতুন রেকর্ড।

প্রথম পাঁচ রাউন্ডে ১৯ গোল করা ডর্টমুন্ড ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে।