রোনালদোর রেকর্ডে ভাগ বসানো হলো না মেসির

বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে গোল করলেও ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ডে অল্পের জন্য ভাগ বসাতে পারেননি লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 10:51 AM
Updated : 7 Dec 2016, 10:52 AM

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ ১১ গোল করার রেকর্ডটি তাই এককভাবে থেকে গেল রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর। গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন করার পথে এই কীর্তি গড়েছিলেন পর্তুগিজ অধিনায়ক। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার মেসির গোল এবার ১০টি।

গত মঙ্গলবার রাতে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মনশেনগ্লাডবাখের জালে হ্যাটট্রিক করেন আর্দা তুরান। ষষ্ঠদশ মিনিটে বাঁ-দিকের বাইলাইনের কাছ থেকে তুরানের কাটব্যাক ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বার্সেলোনাকে এগিয়ে নেওয়া গোলটি করেন মেসি।

পরে গোলের সুযোগ পেলেও মনশেনগ্লাডবাখ গোলরক্ষকের দৃঢ়তায় তা কাজে লাগাতে পারেননি মেসি। দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের ঝাঁপিয়ে পড়ে নেওয়া হেড শেষ মুহূর্তে আটকে দেন গোলরক্ষক ইয়ান জমের। তাতে ১০ গোল নিয়েই গ্রুপ পর্ব শেষ করতে হয় মেসিকে।