৪ ম্যাচ নিষিদ্ধ আগুয়েরো

সহিংস আচরণের জন্য ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরোকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2016, 03:46 PM
Updated : 5 Dec 2016, 03:46 PM

শনিবার প্রিমিয়ার লিগে চেলসির কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচের যোগ করা সময়ে ডিফেন্ডার দাভিদ লুইসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আগুয়েরো।

ইতিহাদ স্টেডিয়ামে ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়-কোচরা বিবাদে জড়িয়ে পড়ে। মাঠে খুবই বাজে এক পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় ফের্নান্দিনিয়োও বহিষ্কৃত হন।

সোমবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সিটির এই দুই খেলোয়াড়র শাস্তির কথা জানায়।

গত সেপ্টেম্বরেও সহিংস আচরণের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন আগুয়েরো। সেবার ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার উইন্সটন রেইডকে কনুই দিয়ে গুঁতো মেরেছিলেন।