টানা ষষ্ঠবার বর্ষসেরা বোল্ট

রেকর্ড ষষ্ঠবারের মতো আইএএএফ-এর বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার জিতেছেন নয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2016, 07:12 AM
Updated : 3 Dec 2016, 07:12 AM

ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়বিদ আলমাজ আয়ানা হয়েছেন বছরের সেরা মহিলা অ্যাথলেট। ২৫ বছর বয়সী এই অ্যাথলেট রিও দে জেনেইরো অলিম্পিকে ১০ হাজার মিটারে ২৩ বছর ধরে টিকে থাকা রেকর্ড ভেঙে সোনা জেতেন।

৩০ বছর বয়সী বোল্ট রিওর আসরে ১০০ ও ২০০ মিটার দৌড় ও ৪*১০০ মিটার রিলের সোনা জিতে। ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও এই তিন ইভেন্টেই সেরা হয়েছিলেন জ্যামাইকার এই গতিদানব।

২০০৮, ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে আইএএএফের সেরা বর্ষসেরা অ্যাথলেট বোল্ট ষষ্ঠবারের মতো পুরস্কার জিতে দারুণ খুশি।

“অবশ্যই এটা অনেক বড় ব্যাপার। আপনি বর্ষসেরা অ্যাথলেট হবেন, তার মানে হচ্ছে আপনার সব পরিশ্রমের ফলটা পাওয়া যাচ্ছে।”

আগামী বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের পর অবসর নেবেন বোল্ট।