মেসিকে ‘নজরে রাখবেন’ জিদান

ক্লাসিকোর আগে প্রতিপক্ষ বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসির প্রশংসা করতে ভোলেননি জিনেদিন জিদান। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা উল্লেখ করে ম্যাচে তাকে নজরে রাখার কথাও বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2016, 03:18 PM
Updated : 2 Dec 2016, 04:23 PM

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় ক্লাসিকোয় কাম্প নউতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে রয়েছে রিয়াল। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লুইস এনরিকের দল।

রিয়ালের সঙ্গে ব্যবধান কমাতে বার্সেলোনা সমর্থকরা স্বাভাবিকভাবে মেসির দিকে একটু বেশিই তাকিয়ে আছেন। জিদানও জানালেন, আর্জেন্টিনা তারকাকে মাঠে চোখে চোখে রাখবে রিয়াল।

“আমরা সবাই জানি মেসি কি করতে পারে; সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমরা তাকে খুব কড়াভাবে নজরে রাখব।”

সময়ের অন্যতম সেরা আক্রমণভাগ বার্সেলোনার। ‘এমএসএন’ ত্রয়ী খেতাব পাওয়া এ আক্রমণভাগে মেসির সঙ্গে আছেন লুইস সুয়ারেস, নেইমারও। এই দুই ফরোয়ার্ডেরও সামর্থ্য আছে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার।

জিদান তাই প্রতিপক্ষের বাকি খেলোয়াড়দের নিয়েও সতর্ক।

“তবে শুধু তাকে (মেসি) নয়, বাকিদের ওপরও আমাদের দৃষ্টি থাকবে। তারা সবাই ভালো খেলোয়াড়।”