বার্সেলোনার কোনো দুর্বলতা নেই: জিদান

ক্লাসিকো কঠিন ম্যাচে হবে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন জিনেদিন জিদান। প্রতিপক্ষ বার্সেলোনার কোনো দুর্বলতা নেই বলেও রোনালদো-বেনজেমাদের মনে করিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2016, 03:10 PM
Updated : 2 Dec 2016, 04:23 PM

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় লা লিগায় কাম্প নউতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকা রিয়াল এ মুহূর্তে আছে দারুণ ছন্দে। তবে জিদান মাটিতেই পা রাখছেন।

“আমার কাছে কোনো ফেভারিট নেই। এটা ৫০-৫০। আমরা বার্সেলোনাকে নিয়ে ভেবেছি এবং তাদের কোনো দুর্বল জায়গা নেই। তারা খুবই শক্তিশালী দল।”

শুক্রবার সংবাদ সম্মেলনে স্পেনের দুই সেরা দলের দ্বৈরথ নিয়ে নিজের ভাবনাটাও জানান জিদান।

“দারুণ একটা দলের বিপক্ষে কঠিন একটা ম্যাচের প্রত্যাশা আমার; কিন্তু আমরা এটার জন্য প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুত।”

মাদ্রিদ ডার্বি জয়ের প্রসঙ্গ টেনে শিষ্যদের বার্সেলোনার বিপক্ষে সেরাটা নিংড়ে দেওয়ার আহ্বান জানান রিয়াল কোচ, “আমরা শুধু ভালো পারফর্ম করা নিয়ে ভাবছি। জয় বা হার নিয়ে ভাবছি না। যদি আমরা ভালো খেলি, ফলও আসবে।”

লিগে বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল (৩৩)। কাম্প নউ থেকে জয় নিয়ে ফিরতে পারলে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে হবে ৯। তবে পয়েন্ট নিয়ে ভাবছেন না জিদান।

“আমাদের দেখাতে হবে যে আমরা সেরা।”