বিশ্বসেরার মুকুট ধরে রাখলেন কার্লসেন

জন্মদিনে নিজেকে নিজেই সেরা উপহার দিলেন মাগনাস কার্লসেন। স্নায়ুর চাপ সামলে প্লে অফ জিতে ‍তৃতীয়বারের মতো দাবার বিশ্বসেরা হলেন নরওয়ের এই তারকা খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2016, 10:27 AM
Updated : 1 Dec 2016, 10:33 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কার্লসেনের সঙ্গে রাশিয়ার প্রতিপক্ষ সের্গেই কারইয়াকিনের সঙ্গে ১২ রাউন্ডের লড়াই দারুণ জমেছিল। টানা সাত ড্রয়ের পর অষ্টম রাউন্ডে জিতে যান ২৬ বছর বয়সী কারইয়াকিন।

নবম রাউন্ডের ম্যাচ ড্র হওয়ার পর ঘুরে দাঁড়িয়ে দশম রাউন্ডে জয় তুলে নেন কার্লসেন। পরের দুই রাউন্ডের খেলা ড্র হলে সমতায় শেষ হয় দুজনের ১২ রাউন্ডের দ্বৈরথ। শ্রেষ্ঠত্বের নিষ্পত্তি গড়ায় চার রাউন্ডের র‌্যাপিড দাবায়।

বুধবার শুরুর দুই ম্যাচে ড্রর পর কারইয়াকিন পেরে ওঠেননি গত বুধবারই ২৬তম জন্মদিন পালন করা কার্লসেনের সঙ্গে। তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিনশিপের মুকুট ধরে রাখেন ১৩ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়া এই দাবাড়ু।