পিএসজির হয়ে ১০০ গোল কাভানির

ফ্রান্সের লিগ ওয়ানে অঁজির বিপক্ষে পিএসজির জেতা ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে সব প্রতিযোগিতা মিলে শততম গোল করেছেন এদিনসন কাভানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2016, 10:13 AM
Updated : 1 Dec 2016, 10:13 AM

গত বুধবার অঁজিকে ২-১ গোলে হারানো পিএসজি ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা নিসের পয়েন্ট ৩৬।

পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোলের ‘সেঞ্চুরি’ পূরণ করেন কাভানি।

২০১৩ সালে সেরি আর দল নাপোলি ছেড়ে পিএসজিতে যোগ দেন কাভানি। জ্লাতান ইব্রাহিমোভিচ ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার পর কাভানিই এখন দলটির মূল স্ট্রাইকার।

আগের তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮১ গোল করা কাভানি ২০১৬-১৭ মৌসুমে এখন পর্যন্ত ১৯ গোল করেছেন। উরুগুয়ের এই স্ট্রাইকার শততম গোল পেতে ম্যাচ খেলেছেন ১৬৬টি।

পিএসজির সর্বোচ্চ গোলদাতার তালিকায় কাভানি দমিনিক রশেতোর সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। ২৯ বছর বয়সী এই তারকার সামনে আছেন পলেতা (১০৯ গোল) ও ইব্রাহিমোভিচ (১৫৬)।