হারতে হয়নি বলেই খুশি বার্সা কোচ

রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে হেরে আসতে হয়নি বলেই খুশি লুইস এনরিকে। ম্যাচটি ড্র করতে পেরে নিজেদের ভাগ্যবান ভাবছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 09:04 AM
Updated : 28 Nov 2016, 09:04 AM

সোসিয়েদাদের মাঠে গত ৯ বছরে সাতবারের প্রচেষ্টায় একবারও জিততে না পারার হতাশা কাটানোর লক্ষ্যে রোববার রাতে খেলতে নামে বার্সেলোনা। তবে এবারও আনোয়েতা থেকে ১-১ গোলে ড্র করে ফেরে কাতালান ক্লাবটি।

ম্যাচ শেষে বার্সা টিভিকে এনরিকে বলেন, "আমরা জিতলে সেটা হতো অন্যায্য আর রিয়ালকে (সোসিয়েদাদ) অভিনন্দন জানাতে হবে আমার।"

"এমনকি এক সঙ্গে আমরা ৫টি পাসও দিতে পারিনি। বল ছাড়া আমাদের বিপর্যস্ত অবস্থা ছিল।"

সোসিয়েদাদের খেলোয়াড়দের সঙ্গে দ্বৈরথগুলোয় তার শিষ্যরা একদমই পেরে ওঠেনি বলে জানান এনরিকে।

"তারা আমাদের ৬ জন খেলোয়াড় নিয়ে চাপ দিয়েছে আর আমরা মাঝারি দূরত্বের আর লম্বা পাসগুলো খুঁজেই পাইনি। এমনকি আমরা ৫ শতাংশ দ্বৈরথও জিততে পারিনি।"

"একটি পয়েন্ট নিয়ে বার্সেলোনায় ফেরা আমাদের প্রাপ্য নয়।"