আর্জেন্টিনার সিমেওনের নৈপুণ্যে ইউভেন্তুসকে হারাল জেনোয়া

এসি মিলানের সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ইউভেন্তুসের। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড জিওভান্নি সিমেওনের দারুণ নৈপুণ্যে সেরি আর গত পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে জেনোয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2016, 04:22 PM
Updated : 27 Nov 2016, 04:23 PM

ইতালির শীর্ষ লিগে স্থানীয় সময় বিকালে জেনোয়ার মাঠে ৩-১ গোলে হারে ইউভেন্তুস।

প্রতিপক্ষের মাঠে ঘটনাবহুল তৃতীয় মিনিটে গোল খেয়ে বসে ইউভেন্তুস। লুকা রিগোনির শট জানলুইজি বু্ফ্ফন ঠেকানোর পর ওকামপোসের ফিরতি শট গোললাইনে রুখে দেন দানি আলভেস; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে বল পেয়ে জিওভান্নি সিমেওনের নেওয়া প্রথম শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও রক্ষা করতে পারেননি, দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় গোল খেয়ে বসে চ্যাম্পিয়নরা। ত্রয়োদশ মিনিটে মিডফিল্ডার ডার্কো লাজোভিচের ক্রসে হেড করে দ্বিতীয় গোলটি করেন জিওভান্নি।

আর ২৯তম মিনিটে খুব কাছ থেকে রিগোনির প্রচেষ্টা ঠেকাতে গিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স সান্দ্রো বল নিজেদের জালেই ঠেলে দিলে ম্যাচ পুরোপুরি চলে যায় অতিথিদের নিয়ন্ত্রণে।

৮৪তম মিনিটে বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ একটি গোল শোধ করেন।

১৪ ম্যাচে ইউভেন্তুসের পয়েন্ট ৩৩। শনিবার রাতে এম্পোলিকে ৪-১ গোলে হারানো মিলানের পয়েন্ট ২৯।

রোববারের অন্য ম্যাচে পালের্মোকে ১-০ গোলে হারানো লাৎসিও ২৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।