ক্লাসিকোর আগে নেইমারকে নিয়ে ঝুঁকি নিচ্ছে বার্সা

আরেকটি হলুদ কার্ড দেখলেই নিষেধাজ্ঞার কারণে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। এর পরও তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ডকে বিশ্রাম দেবেন না বলে জানিয়েছেন কাতালান ক্লাবটির কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 02:44 PM
Updated : 26 Nov 2016, 02:44 PM

সোসিয়েদাদের মাঠে লা লিগার ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় খেলতে নামবে বার্সেলোনা। এই মাঠে ২০০৭ সাল থেকে কোনো জয় পায়নি কাতালান দলটি।

সোসিয়েদাদের বিপক্ষে নেইমারকে না খেলানোর কথা ভাবছেন কিনা প্রশ্নের উত্তরে এনরিকে বলেন, “না, একদমই না। আমার (মনে) কেবল একটি ম্যাচ আছে। আমরা রিয়াল মাদ্রিদকে হারানোর মতো সান সেবাস্তিয়ানে জিতলেও একই পয়েন্ট পাবো।”

নেইমার তার খেলার ধরন বদলাবেন না বলেও জানান এনরিকে।

“না, আমি মনে করি না, সে আদৌ ভিন্ন রকম খেলবে।”

নিজেদের মাঠ কাম্প নউতে রিয়ালের বিপক্ষে আগামী শনিবার খেলবে বার্সেলোনা।