শেখ জামালকে এবার রুখে দিল বিজেএমসি

শুরুতে এগিয়ে গিয়ে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের হারের প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছিল বিজেএমসি। শেষ পর্যন্ত সেটা না পারলেও দ্বিতীয় পর্বের ম্যাচে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পয়েন্ট ভাগ বসিয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 02:41 PM
Updated : 26 Nov 2016, 02:41 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার দুই দলের ম্যাচটি ১-১ সমতায় শেষ জয়। প্রথম পর্বের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল শেখ জামাল।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থততায় গোল পাচ্ছিল না শেখ জামাল। ল্যান্ডিং ডারবোর বাড়ানো বলে ২২তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট হয় তাদের। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এনামুল হক।

৪০তম মিনিটে মালিক মেন্ডিস প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ডি-বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। স্যামসন ইলিয়াসু গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলকে ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় বিজেএমসি। লিগে ইলিয়াসুর গোল হলো ১২টি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরা গোলের দেখা পায় শেখ জামাল। ৬১তম মিনিটে লিংকনের ছোট কর্নার থেকে শরীফের বাড়ানো ক্রসে এমেকা ডারলিংটনের হেড ঠিকানা খুঁজে পায়।

এ ড্রয়ে শিরোপা দৌড় থেকে আরও পিছিয়ে পড়ল শেখ জামাল; ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। শেখ জামালের চেয়ে এক ম্যাচ কম খেলা আবাহনী ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, ৩১ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে দ্বিতীয় স্থানে। বিজেএমসি ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।

শনিবার প্রথম ম্যাচে ইকাঙ্গার জোড়া গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ ব্যবধানে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।