বায়ার্নের সঙ্গে ব্যবধান বাড়াল লাইপজিগ

জার্মানির অনূর্ধ্ব-২১ দলের স্ট্রাইকার টিমো ভের্নারের জোড়া গোলে ফ্রাইবুর্গকে ৪-১ গোলে হারিয়েছে লাইপজিগ। এই জয়ে বুন্ডেসলিগার শীর্ষস্থান আরও দৃঢ় করেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 07:55 AM
Updated : 26 Nov 2016, 07:55 AM

১২ ম্যাচ শেষে লাইপজিগের পয়েন্ট ৩০। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা গত মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

টানা ৬ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা লাইপজিগকে প্রতিপক্ষের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে দেন গিনির মিডফিল্ডার ন্যাবি কেইটা।

পঞ্চদশ মিনিটে ফ্লোরিয়ানের গোলে সমতায় ফেরে ফ্রাইবুর্গ। তবে এর পর একপেশে খেলে জয় তুলে নেয় লাইপজিগ। 

২১ ও ৩৫তম মিনিটে জোড়া গোল করে প্রথমার্ধেই ব্যবধান ৩-১ করেন ভের্নার। এই নিয়ে লিগে চলতি মৌসুমে ২০ বছর বয়সী স্ট্রাইকারের গোল হলো ৭টি।

৭৯তম মিনিটে মার্সেল সাবিটজারের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাইপজিগ।